ভোলার লালমোহন পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ত্রিবার্ষিক সম্মেলনে সবার সম্মতিক্রমে বাজার পরিদর্শক মো. আফছার উদ্দিন সভাপতি এবং উচ্চমান সহকারী মো. নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সহকারী কর আদায়কারী মো. মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক সার্ভেয়ার মো. ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী কর নির্ধারক মো. নুর উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক হিসাব সহকারী মো. নুরনবী, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক কঞ্জারভেন্সী ইন্সপেক্টর আক্তারুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লাইনম্যান আ: রহিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বৈদ্যুতিক মিস্ত্রি মো. মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক টিকাদানকারী খালেদা বেগম, দপ্তর সম্পাদক অফিস সহায়ক আ: মাজেদ, ধর্ম ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সহকারী কর আদায়কারী মো. আবুল হাছান, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, মাহমুদা বেগম ও মো. ঝান্টু।
এদিকে লালমোহন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবাগত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন সংগঠন ও সামাজিক ব্যক্তিবর্গ।