রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকা রাজশাহী প্রতিনিধির বাবা,ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
কাদিরগঞ্জ আমবাগান কড়ইতলা জামি মসজিদ মোড়ে আজ শনিবার বিকাল ৫ টা ৩০ এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই সাংবাদিকের বাবা, ভাই হচ্ছেন মোঃ রইস উদ্দিন ও মোঃ রনি । তারা উভয়ে আমবাগান এলাকায় বাসবাস করেন এবং সাংবাদিক ছোট ছেলে ১৭নং ওয়ার্ড কয়েক দ্বারা এলাকার নিজ বাসায় বসবাস করেন।
ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিকের বাবা বলেন, আমি কিছু বোঝে উঠার আগেই আসামী মিলন আমাকে অকথ্য ভাষায় গালাগালি, ধাক্কাধাক্কি, মারধর শুরু করে আমি জিগ্যেস করলে আসামী মিলন বলে, তোর সাংবাদিক ছেলে আমার বিরুদ্ধে পত্রিকায় লিখেছে তাকে বলে দিস যেখানে পাবো মেরে লাশ গুম করে দিবো খুঁজে পাবিনা সাংবাদিক ছেলের লাশ।
সেই সময় আমার বড় ছেলে ঐদিক দিয়ে আসলে তাকেও সে একই ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধোর শুরু করে সে সময় মোড়ের কিছু লোকজন এসে আমাদেরকে তার হাত থেকে উদ্ধার করে।
চলে যাওয়ার সময় সে আমার পকেট থাকা ৪০০০ টাকা জর করে নিয়ে যায় সে যেতে যেতে আবারও বলে তোর সাংবাদিক ছেলেকে সাবধানে থাকতে বলবি আর পারলে আমার কিছু করে নিতে বলিস এই কথা বলে সে ওই স্থান ত্যাগ করে।
এ বিষয়ে ওসি সাহেবের পরামর্শে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।