শেষ দিনে ১৫ হাজারের ডিম বিক্রি করলো ভলেন্টিয়ার অফ রাজশাহী সেচ্ছাসেবী সংগঠনটি জানাই আজ শুক্রবার ২৫শে অক্টোবর রাজশাহী সিটির মধ্যে আজ শেষ ক্যাম্পেইন,,বলে জানাই সংগঠনটি পরবর্তীতে তাদের আবারও এই স্বল্পমূল্যে ডিম বিক্রয় কর্মসূচি হতে পারে।
এ বিষয়ে সংগঠনটির সাধারন সম্পাদক ইমন বলেন তাদের এই ক্যাম্পেইন থেকে সাধারণ ক্রেতাদের মধ্যে বাজারে অনেক ইফেক্ট পরেছে। এমনকি তাদের অনেক ডিলাররা ফোন করে অনুতপ্ত প্রকাশ করেছে। কয়েকদিনে ক্যাম্পেইন বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে এবং তারা বাজারে সঠিক মূল্যের ডিম বিক্রয় করবে বলেও আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ডিলার।
সংগঠনের নেতারা বলেছে কেউ আমাদেরকে হুমকি দিচ্ছে না এটা ডিলার দের অনুরোধ। সাধারণ ক্রেতারা যেন সঠিক মূল্য বাজার থেকে ডিম ক্রয় করতে পারে এটাই আমাদের প্রত্যাশা তাই আমরা ডিম ডিলার ও ব্যাবসিক দের অনুরোধে কিছুদিনের জন্য ক্যম্পইন বন্ধ রাখবে। তবে ডিম ডিলাররা কথা দিয়েছে সরকারের নির্ধারিত মূল্যে তারা ডিম বিক্রয় করবে ।আমাদের রাজশাহী সিটির মধ্যে ডিমের কাম্পেইন শেষ দিন ছিলো আজ।। আর তারা এই শেষ ক্যম্পইন এর ঠান্ডা আবহাওয়া অতিক্রম করে তারা তাদের ডিম বিক্রয় কর্মসূচি চালিয়ে যান এবং তা সন্দুর ভাবে সম্পন্ন করেন।।
ভলেন্টিয়ার অফ রাজশাহী নামক সেচ্ছাসেবী সংগঠনটি গত চারদিনে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে আনুমানিক চল্লিশ হাজারের অধিক স্বল্পমূল্যে ডিম বিক্রয় করেন আজ শেষ দিনে নগরীর চারটি স্থানে সংগঠনের সদস্যরা ১৫ হাজার স্বল্পমূল্যে ডিম বিক্রি করেন আজকের ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রাজশাহী বিনদপুর, ইমন, মুবাশ্বির, দেলোয়ার, শিলা, মুসকান,ফাতেমা নগরী লক্ষিপুরে, সাকিব,কাইফ, সিহাব,মেহেদি,শিশির, মুন্নুজান জিনারা। নগরী মনিচত্ত্বর, রাহা, সেতু,খাইরুল, উর্মি নাইম, জাহিদ, হাফিজ নগরী হরগ্রাম বাজার, কাফি, হাবিব, সূচনা,সোহাগ,আতিক-সহ সংগঠনের সদস্যবৃন্দ।
ভলেন্টিয়ার অফ রাজশাহীর সাধারন সম্পাদক ইমন জানাই পরবর্তী কর্মসূচি রাজশাহী বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে তারা এই স্বল্পমূল্যের ডিম-সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিক্রয় ক্যাম্পিং চালিয়ে যাবে ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.