ঐতিহ্যবাহী সংগঠন মিঠাপুকুর প্রেসক্লাবে শেখ সাদী সরকার’কে সভাপতি ও মেহেদী হাসান রিপুল’কে সাধারণ সম্পাদক করে২০২৪-২০২৭ ইং অর্থবছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভাপতি -শেখ সাদী (দৈনিক কালবেলা)সিনিয়র সহ সভাপতি – শামীম আকতার (দৈনিক ইত্তেফাক)সহ সভাপতি – হাফিজুর রহমান (দৈনিক সংগ্রাম)সাধারণ সম্পাদক – মেহেদী হাসান রিপুল (দৈনিক সকালের সময়)যুগ্ম সাধারণ সম্পাদক – রুবেল হোসেন সংগ্রাম(দৈনিক যায়যায়দিন)সাংগঠনিক সম্পাদক -আশিকুর রহমান (দৈনিক আওয়ার বাংলাদেশ)সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম (দৈনিক বাংলার দূত)কোষাধ্যক্ষ – শাহিন মন্ডল (দৈনিক নয়া দিগন্ত)দপ্তর সম্পাদক – রুবেল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর)সহ দপ্তর সম্পাদক রায়হান কবি-র দৈনিক স্বাধীন মত প্রচার সম্পাদক – হাফিজুর রহমান মানিক (দৈনিক আজকালের খবর)ধর্ম বিষয়ক সম্পাদক – সুলতান মারজান (দৈনিক আলোকিত বাংলাদেশ)ক্রীড়া বিষয়ক সম্পাদক – বিপ্লব রহমান (দি-নিউ নেশন)শিক্ষা বিষয়ক সম্পাদক -আনোয়ার হোসাইন রাব্বি (দৈনিক সংবাদ)১ নং সদস্য প্রদিপ কুমার গোস্বামী (করতোয়া)।