মোঃ ইকরামুল হক রাজিব।।
কচুয়ার আলীপুরে সংবাদ সংগ্রহকালে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে ৩ সাংবাদিক আহত
বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে তিন সংবাদ কর্মী আহত হয় । আহতদের বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । আহত তিন সংবাদ কর্মীরা হলেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহম্মেদ। এবিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
জেলার কচুয়া উপজেলার আলী পুর গ্রামে ধারাবাহিক ভাবে আলী পুর গ্রামে রাসেল শেখের নেতৃত্বে এক দল লুটকারীরা লুটতরাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর কালভাটের পাশে এঘটনা ঘটে । লুটপাটের সংবাদের ভিত্তিতে সংবাদের ভিত্তিতে তিন সংবাদ কর্মী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটকারীরা তাদের উপর পুলিশের সামনে হামলা চালিয়ে আহত করে মোবাইল, ক্যামো, মোর সাইকেল াংচুর করে। পরে থানা পুলিশ ও সেনা বাহিনী তাদের উদ্ধার করে।
উক্ত হীন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ((বিএমএসএস)- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব মোঃ ছগীর আহমেদ সহ সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
জিএমআরএ
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.