ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার হাজী মজিদ আলি মাতাব্বর বাড়ীতে এ ঘটনা ঘটে ।
জানা যায়, প্রতিবেশি মৃত মাজেদ মুন্সীর গ্রুপের সাথে মৃত আলি হোসেন মাতাব্বর গংদের সাথে ৮০ শতাংশ জমি নিয়ে প্রায় ৪০ বছর বিরোধ চলে আসছে । এই জমি বিরোধের জের ধরে শুক্রবার সকালে মাজেদ মুন্সীর ছেলে ছাত্তার, সিরাজ, সেলিম, মিজান ও বজলুসহ সংঘবদ্ধ দল লাঠি সোটা নিয়ে আলি হোসেন মাতাব্বরের ফসলি জমিতে চাষ দিতে গেলে তার ছেলেরা বাধা প্রদান করলে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় । লাঠির আঘাতে ইউছুফ মাতাব্বর (৬৫) জামাল মাতাব্বর (৫৫) ইমন (১৭) জিহাদ (২২) আমেনা বেগম (৪০) গুরুতর আহত হয় । স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.