বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হলো লাকসাম উপজেলা আনসার ভিডিপি অফিসার অজিত কুমার দাস এর।
লাকসাম উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি ২৫ শে জুন ২০২৪ তারিখে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বদলিজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা।
সদস্যরা বিদায়ী বক্তব্যে বলেন আমরা জানিনা এই লাকসাম উপজেলায় এমন সৎ,আদর্শ, নিষ্ঠাবান, কর্মঠ,অফিসার আর পাবো কিনা তবে অতীতে এমন অফিসার আর কখনো আমরা পাইনি । তিনি লাকসাম উপজেলায় যোগদান করার পর থেকে এই উপজেলার আনসার ভিডিপি সংগঠন কে যেনো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন । তিনি ছিলেন আনসার ভিডিপির প্রত্যেক সদস্যদের জন্য এক নিবেদিত প্রাণ । তিনি যোগদান করার পরই লাকসাম উপজেলার আনসার ভিডিপির সদস্যরা যেন তাদের এক যোগ্য অভিভাবক পেয়েছিলেন । সদস্যরা আরো জানান তিনি লাকসাম উপজেলায় দীর্ঘ ছয় বছরে অনেক কৃতিত্বের স্মৃতি রেখে গেলেন যা এই উপজেলার আনসার বাহিনীর সদস্যরা কখনো ভুলতে পারবেনা । বিদায়ী কর্মকর্তা তার বিদায়ী বক্তব্যে বলেন, তিনিও সদস্যদের যে ভালবাসা পেয়েছেন তা কখনো ভুলার নয়, দীর্ঘ ছয় বছর চলার পথে ভুল-ভ্রান্তির জন্য সকলের নিকট ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন । বিদায়ী কর্মকর্তার বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় । বিদায়ী অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক জনাব মোঃ আল-আমিন, উপজেলা প্রশিক্ষিকা জনাব স্বর্ণা আক্তার,উপজেলা আনসার কোম্পানি কমান্ডার জনাব আবুল কালাম আজাদ,ওয়ার্ড দলপতি জনাব শরীফুল ইসলাম,আলাউদ্দিন, দলনেত্রী জনাব আয়েশা জামান, শারমীন আক্তার, আনসার কমান্ডার জনাব মোস্তফা কামাল,মুজিবুর রহমান সহ আরো অনেকেই ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.