রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫ শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরীর ভদ্রা মোড়ে এসব কর্মসূচি পালন করেন তারা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে নগরীর ভদ্রা এলাকায় যানজট তৈরি হয়।
আন্দোলনকারীরা জানান, সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এ বিক্ষোভ।
তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা জানান, সড়ক অবরোধ তুলে নিলেও মঙ্গলবার সারাদিন তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবেন তারা।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় ৫ জনের নাম উল্লেখ ও ৫০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.