আমানুল্লাহ আমান ###
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব ড. এবিএম শরীফ উদ্দিনের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যৌথ অভিযান চালিয়ে নগরীর ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে আরএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩)। তিনি নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে শহিদুল ইসলাম। কলদাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।
উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করে। পবরর্তীতে তারা ঘটনার সত্যতা পেয়ে আসামিকে শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করে।
সাইবার ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর সাবের রেজা আহমেদের তত্ত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল আজ সকাল সোয়া ৭টায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে নগরীর ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.