Dhaka 4:40 pm, Saturday, 21 December 2024
বেকিং নিউজ :

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভাপতির বক্তব্যে প্রশাসক মহোদয় বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। রাসিককে আর্থিকভাবে সবল করতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সকল আদায় কার্যক্রম জোরদার করতে হবে। সরকারি-বেসরকারি হোল্ডিং কর আদায়, বাণিজ্যিক লাইসেন্স, ইজারা, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স, সিনেপ্লেক্স সহ আয়ের খাতসমূহের আদায় কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরীর সড়কবাতির বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সভায় জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় কর্পোরেশনের নিকট বিভিন্ন  সংস্থার বকেয়া দাবি পরিশোধ প্রসঙ্গে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সম্মানীত কাউন্সিলরগণের সম্মানী, কার্যালয়ের ভাড়া ও অফিস ব্যবস্থাপনা খরচ বিষয়ে আলোচনা করা হয়। জরুরী কাজে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সামগ্র ক্রয় বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় রাস্তার বাতির বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে আনায়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। সিটি কর্পোরেশনের কাজে ব্যবহৃত গাড়ীর জ্বালানী ব্যয় যৌক্তিক পর্যায়ে আনায়ন ও পরিবহন শাখায় নতুন সরবরাহকৃত যন্ত্রপাতির ভাড়া নির্ধারণ প্রসঙ্গে আলোচনা করা হয়। জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রদানকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হক, কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন মোঃ ফরহাদ উদ্দিন, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, স্টোর কর্মকর্তা আহসান হাবিব, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ইনজামুল হক, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, উপ-সচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা আবুল বাশার মো: তাজউদ্দিন, ট্যাক্স (কর) কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, ট্যাক্স (কর) কর্মকর্তা মহীউদ্দিন, সহ-সচিব শমসের আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষক রাশিদ খাঁন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : 11:59:09 pm, Tuesday, 29 October 2024
রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভাপতির বক্তব্যে প্রশাসক মহোদয় বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। রাসিককে আর্থিকভাবে সবল করতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সকল আদায় কার্যক্রম জোরদার করতে হবে। সরকারি-বেসরকারি হোল্ডিং কর আদায়, বাণিজ্যিক লাইসেন্স, ইজারা, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স, সিনেপ্লেক্স সহ আয়ের খাতসমূহের আদায় কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরীর সড়কবাতির বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সভায় জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় কর্পোরেশনের নিকট বিভিন্ন  সংস্থার বকেয়া দাবি পরিশোধ প্রসঙ্গে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সম্মানীত কাউন্সিলরগণের সম্মানী, কার্যালয়ের ভাড়া ও অফিস ব্যবস্থাপনা খরচ বিষয়ে আলোচনা করা হয়। জরুরী কাজে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সামগ্র ক্রয় বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় রাস্তার বাতির বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে আনায়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। সিটি কর্পোরেশনের কাজে ব্যবহৃত গাড়ীর জ্বালানী ব্যয় যৌক্তিক পর্যায়ে আনায়ন ও পরিবহন শাখায় নতুন সরবরাহকৃত যন্ত্রপাতির ভাড়া নির্ধারণ প্রসঙ্গে আলোচনা করা হয়। জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রদানকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হক, কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন মোঃ ফরহাদ উদ্দিন, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, স্টোর কর্মকর্তা আহসান হাবিব, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ইনজামুল হক, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, উপ-সচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা আবুল বাশার মো: তাজউদ্দিন, ট্যাক্স (কর) কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, ট্যাক্স (কর) কর্মকর্তা মহীউদ্দিন, সহ-সচিব শমসের আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষক রাশিদ খাঁন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।