নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাডিয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা আসমা আক্তার (২৩) এবং রিনা আক্তার (৪৫)।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এদেরকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার প্রাইমারি টিচার ট্রেনিং স্কুলের সামনে থেকে অভিনব কৌশলে লুকানো কস্টেপ দারা মোড়ানো অবস্থায় ২০ (বিশ) কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেন। তিনি আরও জানান, আটককৃতরা ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.