মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর সার্বিক দিক নির্দেশনায় ও রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর তত্বাবধায়নে এএসআই (নিঃ)/দুলাল চন্দ্র কর্মকার সঙ্গীয় ও ফোর্স সহ ১০ জুলাই গৌরম্ভা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালানো হয়।
এ সময় রামপাল থানাধীন কাপাশডাঙ্গা গ্রামস্থ জনৈক সোহানুর রহমান গাজী এর বসত বাড়ির সামনে ইটের সলিং রাস্তার কালভার্টের উপর হতে ১.মোঃ জব্বার খান (৪০), পিতা-মৃত আবু সাঈদ খান, গ্রাম- ভট্ট কনকপুর, থানা- বাগেরহাট সদর, জেলা -বাগেরহাট, ২. মিঠু শেখ(৩৫), পিতা-মৃত মফিজ উদ্দিন শেখ , গ্রাম- টাউন নওয়াপাড়া, থানা- ফকিরহাট, জেলা -বাগেরহাট, ৩. মোঃ রাজু শেখ(৪০), পিতা-মৃত কেরামত আলী শেখ, গ্রাম- বর্নি (উত্তর পাড়া), থানা- রামপাল, জেলা -বাগেরহাট, ৪. আঃ রহমান শেখ(৩০), পিতা-আঃ রশিদ শেখ, গ্রাম- ভবনা, থানা- ফকিরহাট, জেলা -বাগেরহাটদের কে স্থানীয় লোকজনের সহায়তায় ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন রংয়ের কভারযুক্ত ৪৮০ (চারশত আশি) কেজি তামার তার, যাহার মূল্য অনুমান-৫,৭৬,০০০/- (পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, ২।চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত ০২টি ব্যাটারী চালিত পুরাতন ভ্যান গাড়ী, যাহার মূল্য অনুমান-৮০,০০০/- (আশি হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর উক্ত আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.