বাগেরহাটে রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে থানা এরিয়ায় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য গাঁজাসহ- দুই যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-তালবুনিয়া এলাকার বিল্লাল শেখ’র ছেলে ইয়ামিন শেখ(২২) এবং দূর্গাপুর এলাকার শেখ শাহিন'র ছেলে রাহুল শেখ (১৮)। রবিবার(১৯ মে) সকালে গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস।
রামপাল থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ গোপন সূত্রে জানতে পায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ চন্ডিতলা সরকারি স্কুলের পাশে মাদক কেনা-বেচা চলছে। এ সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় ওই দুই যুবকের দেহ তল্লাশী করে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
রামপাল থানার (ওসি) সোমেন দাস জানান, গতরাতে বাঁশতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.