রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে
মোঃ আলী সরদার (২৩) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর সার্বিক দিক নির্দেশনায় ও রামপাল থানার অফিসার ইনচার্জ সৌমেন দাসের তত্ত্বাবধানে, এস আই(নিঃ)
মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে ১৩ ই মে রামপাল থানা এলাকায় মাদক, অস্ত্র ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানাধীন গৌরম্ভা ইউনিয়ন এর গৌরম্ভা বাজারের খাদ্য গুদামের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে গৌরম্ভা গ্রামের বাসিন্দা মোঃ খোকন সরদারের পুত্র মোঃ আলী সরদার (২৩) কে ৪০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা সহ- গ্রেফতার করা হয়।
এবং নিয়মিত মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উক্ত বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ সৌমেন দাস বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রেখে আমরা মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ।
এবং তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কে গ্রেপ্তার করিয়া আইনের আওতায় আনা হচ্ছে।