মোঃ ইকরামুল হক রাজিব,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে 'গাবতলা সূর্যতরুণ যুব সংঘ’ এর অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সূর্যতরুণ যুব সংঘের আয়োজনে উপজেলার বাইনতলা ইউনিয়নের গাবতলা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শেখ জুয়েল রানা’র সভাপতিত্বে ও সিনিয়র উপদেষ্টা ইমরান হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব পরিষদের সদস্য সোহানুর রহমান (সোহান), প্রধান শিক্ষক শেখ বাইজীদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আলিফ হোসেন, তারিকুল ইসলাম, সোলায়মান শেখ, শেখ টিপু, শেখ বাবু, ওমর, আবদুল ওলি, রাসেল, মাহি, রবিউল ইসলাম, সাব্বিরসহ সংগঠন সদস্যরা। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।
অনুষ্ঠানে সূর্যতরুণ সংগঠনের প্রচার সম্পাদক মেহেদী হাসান বলেন, এটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন। এর মূল উদ্দেশ্য হচ্ছে দল-মত নির্বিশেষে সমাজের গরীব ও অসহায় মানুষকে সহায়তা করা। এর পাশাপাশি সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কাজে যুবকদের সচেতন করা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে তোলা এবং যুবকদের স্বকর্মসংস্থানে উদ্ভুদ্ধ করা। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
জিএমআরএ
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.