আসন্ন রামপাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ভোজপতিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা মে) বিকেলে ভোজপতিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাইক্লোন সেন্টার মিলনায়তনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন এর সভাপতিত্বে ও নিরঞ্জন মন্ডল এর সঞ্চালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনেয়ারা মিলি। এসময় তারা নির্বাচনে জয়ী হয়ে রামপাল উপজেলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সময় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব,সাবেক রামপাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হামিম নূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান সহ-স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।