মোঃ ইকরামুল হক রাজিব ।।
বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন I
সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, সাব ইন্সপেক্টর রিফাজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক শেখ আসাদুজ্জামান(আসাদ), ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার ও রামপাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আতিয়ার রহমান।
এ বছর রামপাল উপজেলার ৩৭ টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি পূজা নির্বিঘ্নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোন প্রয়োজনে পূূজা উদযাপন পরিষদের পাশে থাকবে বলে ঘোষণা দেয়া হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.