মোঃ ইকরামুল হক রাজিব।।
রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র বাল্য বিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতী মাওলানা শাইখ মুহাম্মাদ উছমান গনি(যুগ্ন মহাসচিব, জাতীয় ইমাম সমিতি,ঢাকা)।
অনুষ্ঠানটি উপস্থিত থেকে পরিচালনা করেন – রামপাল এসিও সিনিয়র ম্যানেজার- লিটন মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন পল্টান বিশ্বাস, হাফেজ মাওলানা শেখ আঃ হান্নান,উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন – প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় পবিত্র কুরআনের আলোয় নৈতিক নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না।বাল্য বিয়ে ও শিশু শ্রম প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে সবার অধিকার নিশ্চিত করতে হবে।এই লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের সাথে কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানাই সুন্দর কাজের জন্য।