মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে এ দিনকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জন্ম -মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন ’।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিবসটি পালন উপলক্ষে রবিবার ০৬ অক্টোবর সকাল ১০ : ০০টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিকুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,আবুল হোসেন, জিতেন্দ্রনার্থ বর্ম্মন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও নেকমরদ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আকতারুল ইসলাম আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, জনসাধারণের নাগরিক সুবিধা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনগণ যাতে সহজ পদ্ধতিতে জন্ম ও মৃত্যু সনদ পেতে পারে সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের সচিবগণ, সাংবাদিকবৃন্দ ও গ্রাম পুলিশরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.