রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আন্ত: শ্রেণী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার ও অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মাহফুজা খাতুন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় সুসজ্জিত রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আকণ্ঠ প্রশংসা করে জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন,শিক্ষার মান উন্নয়নে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চাইলে একই সাথে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো যেমন জানতে হবে,তেমনি সেগুলো মোকাবেলার জন্য পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে উঠতে হবে।
এ সময় তিনি গুণগত শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.