স্টাফ রিপোর্টার রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল-৪টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া আম চত্ত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে করে তারা। গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ এলাকার লোকমান আলীর ছেলে শামিম আক্তার (৩৫) ও একই থানার মাধবপুর গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে হামদুল ইসলাম (২২)।
রোববার র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম জানতে পারে যে নাটোর থেকে একটি পিকআপ ভ্যানে গাঁজার চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে।
এ তথ্য পাওয়া মাত্রই আম চত্ত্বর এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। পরবর্তীতে পিক আপ ভ্যানেটি গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসয় কাঠের ভুষির বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়ীত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
স্বপ্নের বাংলাদেশ/ইআবি
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.