মোঃ শিবলী সাদিক : চারঘাটে ট্রাকের সাথে তিন মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চারঘাট টেকনিক্যাল কলেজ এন্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানিয়রা জানান, বাঘা মীরগঞ্জ থেকে তিন মোটরসাইকেলে যোগে ৬ জন আরহী চারঘাটের দিকে আসার পথে ও অপর দিক থেকে চারঘাট থেকে বাঘা যাওয়ার পথে একটি টাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে একজন নিহত হয় ও ৫ জন গুরুতর আহত হয়। স্থানিয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তির জন্য পাঠায়। নিহত হলেন চারঘাট উপজেলার গৌর শহরপুর গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে প্রভাত (৩২)। এবং আহতরা হলেন, চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের দুলালের ছেলে সাজন (১৭), পিরোজপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে দুলাল (৫২), তহিদুল ইসলামের ছেল আরজু রহমান (২৫), আরাজী সাদীপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে সুজন (২৪) ও মিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে তারেক (২২)।
বেকিং নিউজ :
রাজশাহী চারঘাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ ও আহত ৫
- রিপোর্টার নাম
- আপলোড সময় : 01:21:34 am, Friday, 20 December 2024
- 6 বার পড়া হয়েছে
জনপ্রিয়