ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রী বৃন্দ।
মানববন্ধন সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সকল মন্ত্রণালয় /
বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত
ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারন করা
হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের
কয়েকধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হয়, যা সম্পূর্ন বৈষম্যমূলক। বিগত ১৬/০৩/২০০৬ তারিখের স্মারক নং কাশিঅ/গ্রোইউ/বিবিধ/ পার্ট-২/১৫২০/২০০২/৭১ মূলে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা ইন সার্ভেয়িং টেকনোজলি পাসকৃতদের পদমর্যাদা ও
বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারশ প্রান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
২২-০৯-২০১৩ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রনালয়ের ১৯.১১.১৯৯৪ তারিখের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার কথা বলা হলেও তা বাস্তবায়নে
সরকার উদ্যোগী হয়নি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ তে চার বৎসর মেয়াদী সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক / সাব অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার/ সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের তৃতীয় শ্রেনীর কর্মচারীর মর্যাদা দেয়া হচ্ছে, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন,২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং
ছাত্রদের সাথে প্রতারনা সামিল ।
ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণের নামজারি সরকারি খাস জমি চিহ্নিত ও অবৈধ দখলদার হইতে উদ্ধার নদী চিহ্নিত করণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সরকারের সকল উন্নয়ন(রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, বিল্ডিং,সরকারি বিভিন্ন অবকাঠামো)পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে
কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরের সার্ভেয়ার / সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত।
বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতেকলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে
থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন টেকনোলজি সার্ভেয়িং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দু:খ জনক।
একই কারিকুলামে পড়াশুনা করেও আমরা কেনো বৈষম্যের স্বীকার হবো?
এর বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত এবং বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন- ম্যানেজমেন্ট, েটেম্, ি রেকর্ড জরিপ অধিদপ্তর, কর্মরত সার্ভেয়ার বৃন্দ। স্থানীয় সরকার পল্লী
উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন -(এলজিইডি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,পৌরসভা কর্মরত সার্ভেয়ার বৃন্দ। গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন - গণপূর্ত অধিদপ্তর,রাজউক, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহয়ণী কর্তৃপক্ষ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, কর্মরত সার্ভেয়ার বৃন্দ। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন -সড়ক ও জনপদ অধিদপ্তর,সেতু কর্তৃপক্ষ,সড়ক পরিবহন কর্তৃপক্ষ, কর্মরত সার্ভেয়ার বৃন্দ। পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন-পানি উন্নয়ন বোর্ড কর্মরত
সার্ভেয়ার বৃন্দ। নৌ-পরিবহনের আওতাধীন-বিআইডব্লিউটিএ, বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ কর্মরত সার্ভেয়ার বৃন্দ এবং অন্যান্য দপ্তর অধিদপ্তরে কর্মরত সার্ভেয়ার বৃন্দ এবং সকল প্রাইভেট বা বেসরকারি সার্ভেয়ার / সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি।
অন্যথায় আমরা লাগাতার ক্লাস বর্জন সহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.