রাজশাহী জেলার বাগমারা উপজেলায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মটর সাইকেলের সংঘর্ষে এক যুবকের-মৃত্যু।
রাজশাহীর-বাগমারা'য় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে বিপরীদ থেকে আসা মটরসাইকেলের সংঘর্ষে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হাবিবুর রহমান মটরসাইকেল নিয়ে নিজ বাড়ী বীরকয়া থেকে হাটমাধনগর বাজারে যাওয়ার পথে জোতিনগঞ্জ দীঘির পাড়ে বিপরীদ থেকে আসা ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মটরসাইকেল চালক হাবিবুর রহমান ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়ীত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে,। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহত হাবিবুর রহমানের পরিবার মামলা করতে রাজী না হওয়ায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.