রাজশাহী নগরীতে এক বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। আজ সোমবার নগরের শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় তাঁর ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা।
রোববার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও পুলিশের।
নিহতের নাম শ্রী রাণী (৫০)। তাঁর স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শ্রী রাণীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রাণীর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও ঘটনার তদন্ত করছেন। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রতহাল প্রতিবেদন শেষে লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জিএমআরএ
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.