রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এবং গত ১৯ জুলাই নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পৃথক দুটি মামলায় এজাহার নামীয় দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাইনুল ইসলাম দিপু (২৬) ও নিশান সোহান (২৫)। মাইনুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ও নিশান মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিবাগান এলাকার স্বপন শাহের ছেলে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মাইনুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের অপর আর একটি টিম আজ সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকা থেকে আসামি নিশানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.