Dhaka 12:40 pm, Sunday, 22 December 2024

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাভেল ইসলাম মিমুল : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও রাজশাহী চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল হক এবং মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান,আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানুল হকের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি,বাঘা-চারঘাট সার্কেল) প্রণব কুমার জানিয়েছেন, এই আসনের সাবেক এমপি রায়হানুল হক রায়হানকে আপাততঃপুঠিয়া থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নামে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সেই মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি চলছিল। ওই সময় হামলা চালানো হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চারঘাট-বাঘার সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক এমপি রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের নামে পুঠিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি বাঘা-চারঘাট আসনের সাবেক এমপি রায়হানুল হক।

এছাড়া শুক্রবার রাতে রাজশাহী মহানগর এলাকা থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুস সালাম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আয়েন উদ্দিন তার শ্যালক।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকট আবদুস সালাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাই চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : 05:21:28 pm, Saturday, 21 September 2024

পাভেল ইসলাম মিমুল : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও রাজশাহী চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল হক এবং মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান,আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানুল হকের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি,বাঘা-চারঘাট সার্কেল) প্রণব কুমার জানিয়েছেন, এই আসনের সাবেক এমপি রায়হানুল হক রায়হানকে আপাততঃপুঠিয়া থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নামে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সেই মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি চলছিল। ওই সময় হামলা চালানো হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চারঘাট-বাঘার সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক এমপি রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের নামে পুঠিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি বাঘা-চারঘাট আসনের সাবেক এমপি রায়হানুল হক।

এছাড়া শুক্রবার রাতে রাজশাহী মহানগর এলাকা থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুস সালাম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আয়েন উদ্দিন তার শ্যালক।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকট আবদুস সালাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাই চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।