প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৪, ৪:২১ পি.এম
রাজশাহীতে আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য আহত রামেকে ভর্তি
পাভেল ইসলাম মিমুল ###
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইনগেটের সামনে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন আন্দোলন কারীরা। আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাবির মেইনগেটে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন সাইফুল ইসলাম। তিনি সিটি এসবিতে কর্মরত রয়েছেন। পরে আহত পুলিশ সদস্যকে কয়েক শাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে,ওই পুলিশ সদস্য মেইনগেট সংলগ্ন মতিশার মাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপরে হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে একটি ব্যাটারিচালিত অটো রিকশার ডেকে তাকে রামেক হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়া। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর হাই বাজারে দিক থেকে তালাইমারিতে এসে অবস্থান নেয়। এসময় রাজশাহী-ঢাকা রুট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরে সেখান থেকে বৃষ্টিতে ভিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের দিকে রওনা দেয়। মেইনগেটে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ রেকর পর্যায়ে সেখানে কর্তব্যরত সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ বলেন,বিষয়টি আমি শুনেছি।আহত পুলিশ সদস্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি।আহত পুলিশ সদস্য হলেন সাইফুল ইসলাম গুরুত্বপূর্ণভাবে আহত হয়েছে।আমরা তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.