ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরাণী পশুর হাটে অতিরিক্ত খাজনা হাসিলের দায়ে ইয়াদারকে না পায়ে কেরানি মো. আব্দুস সবুর মুকুল (৬০) কে ৩ (তিন) লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৫ জুন দুপুরে উপজেলার যাদুরাণী পশুর হাটে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্-আল-নোমান।
জানা গেছে, পশুর হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা না মেনে ইচ্ছেমতো গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন।ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নির্দেশ মতে ওই হাটে সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে তিনি হাট ইজারাদারের কেরানি আব্দুস সবুর মুকুলকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্-আল-নোমান জানান, যাদুরাণী পশুর হাটে নির্ধারিত খাজনা হাসিলের চেয়ে অতিরিক্ত অতিরিক্ত হাসিলের দায়ে ভোক্তা অধিকার আইনে ইজারাদারের কেরানি মুকুলকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে আরো কঠোর এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মেও সহকারী কমিশনার (ভূমি) জানান।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.