নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সতেচনামূলক বাণী লিখাসহ ফেস্টুন টাঙ্গানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ মোড় গুলোতে উপদেশ ও পরামর্শমূলক বানীসহ এ ফেস্টুনগুলো টাঙ্গানো হয়।
ফেস্টুন টাঙ্গানো কাজে কাঠ মিস্ত্রির সাথে সহোযোগিতা করে গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণসহ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মোহনপুরবাসীদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার রিপোর্টার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এবং মোহনপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনছার তালুকদার স্বাধীন, পদ্মাটাইমস ২৪ডটকমের ও ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার রিপোর্টার মোহনপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত, নিরাপদ সড়ক চাই নামক সংগঠনের কর্মী হাসান মাহমুদ লিটন।
এর আগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে চলতি বছরের গত ২৯ জানুয়ারী ও ৩০ অক্টোবর মোহনপুরে কর্মরত সাংবাদিকরা কেশরহাট ও মোহনপুর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন করেন। এছাড়া চলতি বছরের গত ২৬ জানুয়ারিতে কেশরহাট বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।
সড়ক দূর্ঘটনা রোধের জন্য এ সকল কর্মসূচিতে সাংবাদিকদের সাথে একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করে ছিলেন, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা, বিএনপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।