রাজশাহী’র মোহনপুর উপজেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজনে উপজেলা প্রশাসন মোহনপুর রাজশাহী’র সহযোগীতায় গতকাল বেলা ১১ ঘটিকার সময় উপজেলা হলরুমে নিরাপদ খাদ্য বিষয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, প্রধান অতিথি ছিলেন (খাদ্য শিল্প ও উৎপাদন) বাংলাদেশ নিরপাদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ড. মোহাম্মদ শোয়েব, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (সিনিয়র সহকারি সচিব) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাকিবুল হাসান, সহকারি সচিব খাদ্য মন্ত্রণালয় সেলিনা সুলতানা, রাজশাহী নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন, অধ্যক্ষ আঃ মালেক মন্ডল, প্রধান শিক্ষক নুরে আলোম সিদ্দিকী মুকুল, মেরাজ, মাহাতাব উদ্দিন, জাকির হোসেন বকুল, বাচ্চু রহমান, শাহিন আক্তার শামসুজ্জোহা প্রমুখ।