প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৪, ৭:২৭ পি.এম
মোহনপুরে ট্রাক চাপায় ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজারে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় নওগাঁ জেলার ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার মারা গিয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট নামক স্থানে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ঘগোয়া গ্রামের বিষ্ণুপদ বর্মার ছেলে মৃন্ময় বর্মা (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার মৃন্ময় বর্মা সকালে মোটরসাইকেল যোগে নওগাঁ থেকে রাজশাহীতে মিটিংয়ে যাচ্ছিলেন। মোহনপুর উপজেলার নন্দনহাট নামক স্থানে সামনে চলমান একটি অটো চার্জার অতর্কিতভাবে ব্রেক করা দেখে তিনিও তার মোটরসাইকেলটি হার্ডব্রেক করে। একারণে মোটরসাইকেল সহ তিনি নিজেও রাস্তার ডান পাশে পড়ে যায়। এসময় নওগাঁর দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক যাহার রেজি: নং:- ঢাকা মেট্রো-ট-২৪-০৮৯৮ দ্রুত ও বেপরোয়া গতিতে কায় মৃন্ময় বর্মার মাথার উপর চাকা উঠিয়ে দেয়, এতে তার মগজ বের হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ গিয়ে মোটরসাইকেল ও ড্রাম টাকটি থানা হেফাজতে নিয়ে আসে। দূর্ঘটনার পরে সেখান থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গিয়েছে। এঘটনায় মোহনপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.