বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ বিষয়ক দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।ইউনিসেফ বাংলাদেশ এর অর্থায়নে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যৌথভাবে পরিচালিত উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, হাব এবং পিয়ার লিডারদের নেতৃত্বে কিশোর কিশোরী ক্লাবের দায়িত্বে থাকা সিএফদের মাঝে শিশু বিকাশের “জীবনযাত্রা” মডিউল নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মুজাহিদুর রহমান, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেতারের আলো, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, এনজিও সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডলসহ উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আনিকা বুশরা, মো.নাজমুল।এছাড়াও উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি মাওলানা আলতাফ হোসেন, হিন্দু বিবাহ নিবন্ধক শশঙ্কর চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে পরিচালনা করেন প্রজেক্ট পার্টনার ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ও শিশু অধিকার ফ্যাসিলিটেটর সুবীর কুমার সাহা এবং হার্মফুল প্র্যাকটিস প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান (এইচপিপিসি) ।উল্লেখ্য, প্রশিক্ষণটি পর্যায়ক্রমে ১২ তারিখ পর্যন্ত দুই দিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।