বাগেরহাটের মোরেলগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলামের যোগদান উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ অক্টোবর) মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম উপস্থিত শুধীজনদের উদ্দেশ্য নিজের পরিচয় ব্যাক্ত করেন এবং পরে একে একে উপস্থিত সকলের পরিচয় ও তাদের কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন।এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের দ্রুত নাগরিক সেবা ফিরিয়ে আনতে সকলকে অনুরোধ জানান তিনি।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ বদরুদ্দোজা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন,উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল,পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিস ডিজিএম খন্দকার ওয়াদুদ, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ,বিএনপি নেতা গিয়াসউদ্দিন তালুকদার ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মোরেলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক সরদার আব্দুল হান্নান, মোহাম্মদ সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক,অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান,পৌর আমির রফিকুল ইসলাম, জামায়েত ইসলামী নেতা অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম হাওলাদার, মাওলানা মোঃ মহিবুল্লাহ,মোরেলগঞ্জ প্রেসক্লাব ,সভাপতি মশিউর রহমান মাসুম, উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম,উপজেলা সমকাল প্রতিনিধি মোঃ ফজলুল হক খোকন, দৈনিক জনকণ্ঠ উপজেলা প্রতিনিধি বাবু গণেশ পাল, দৈনিক দিনকাল উপজেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম খোকন প্রমূখ। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান লিপন, মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব হাসান রাজু,দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি মোঃ নাজমুল, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ,ডাঃ এস এম মারুফ হোসেন,বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির পৌর আমীর রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্ধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজ সেবক,সহ স্হানীয় সুধীসমাজ।এছাড়াও সভায় দ্রব্যমূল্য নির্ধারণ মনিটরিং সেল গঠন, নিত্যপন্য গুদামজাতকরণ, বাল্যবিবাহ বন্ধ, যুবসমাজ থেকে মাদক নির্মুল করা,ভেজাল পণ্য বিক্রয় বন্ধে নিয়মিত কমিটি গঠন করে তদারকির যথাযথ ব্যাবস্হা গ্রহণ, জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের জন্য জনসাধারণের সেবার মান বৃদ্ধি করাসহ মোরেলগঞ্জ উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা ও উত্তরন বিষয়ে সুধীজনরা তাদের বেক্তি মতামত ব্যাক্ত করেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.