বাগেরহাটের মোরেলগঞ্জ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড,মোরেলগঞ্জ বাজার, এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে ১৩ টি প্রতিষ্ঠানকে ৯৫০০০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫'হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের ব্যবহার নিষিদ্ধের বিষয়ে অবগত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এ. এন. এম. মুরাদুজ্জামান,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থী প্রতিনিধি সদস্যরা।
ক্যাপ্টেন এ.এন.এম মুরাদুজ্জামান বলেন, "আমরা প্রতিটি দোকানে গিয়ে পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা, মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা এবং তা অনুযায়ী বিক্রি হচ্ছে কিনা, এবং পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পরিদর্শন করেছি। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে একই ধরণের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে," বলে তিনি ব্যবসায়ীদের ঘোষনা প্রদান করেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.