কুমিল্লার মেঘনায় পবিত্র কোরআন অবমাননার দায়ে নারায়ণ দাসের ফাঁসি ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার মানিকারচর কলেজ মাঠে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামের নারায়ণ দাস নামের এক যুবক।
নারায়ণ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেঘনা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এছাড়াও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, “আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা সহ উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।