জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ শিক্ষকদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষে কলেজ শিক্ষকদের ২৮ দিনব্যাপী এডভান্সড আইসিটি ট্রেনিং শুরু হয়েছে।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অর্থায়নে কলেজ শিক্ষকদের টট প্রোগ্রাম অন এডভান্সড আইসিটি ট্রেনিং আজ ৩১ আগস্ট সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ মুন্সিগঞ্জের মূল ক্যাম্পাসে শুরু হয়েছে।
১৩, ১৪ ও ১৫তম ব্যাচের মোট ১২০ জন শিক্ষকদের নিয়ে ট্রেনিং ২৮ কার্যক্রম চলবে। ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে ট্রেনিং। ২৮ দিনের ট্রেনিংটি সম্পূর্ণ আবাসিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিইডিপি প্রজেক্ট ডিরেক্টর ও জয়েন্ট সেক্রেটারি কাজী মোঃ আব্দুর রহমান, সিইডিপি’র ডেপুটি সেক্রেটারি আব্দুর রহমান ও
সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্লানিং) প্রফেসর ড. এ কে এম খলিলুর রহমান প্রমূখ।
সভাপতিত্ব কে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর রক্টর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম মনোয়ার হোসেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত করেন প্রশিক্ষর্থী শিক্ষক মোঃ ইমাম হাসান।