যারা হাফিযে কুরআন আপনারা এ কুরআন সংরক্ষণের ব্যাপারে খেয়াল রাখবেন। হাফিযে কুরআনদের কতইনা মর্যাদা। কিয়ামতের দিন তাদের বলা হবে,পড়তে থাকো এবং উঠতে থাকো। তোমার স্থান হলো সেই উচ্চ স্থানে, তিলাওয়াত করতে করতে তুমি যেখানে গিয়ে পৌঁছবে। হিফয সম্পন্নকারী ছাত্রদের সাটিফিকেট ও পাগড়ি প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লার হাউজিং এস্টেটে অবস্থিত মারুফুল কুরআন হিফজ মাদরাসায় বার্ষিক পুরষ্কার বিতরণ, হিফজ ছাত্রদের নতুন সবক, হাফেজদের পাগড়ি প্রদানসহ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ) সন্ধায় কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট ৪নং সেকশনে
হযরত মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি শামসুল ইসলাম জিলানি,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা যোহায়ের বিন আব্দুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান হাফেজ মাওলানা আলমগীর হোসেন, ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকারসহ শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.