নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ শে ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শনিবার, সকাল ১০.০০ ঘটিকা হতে পিবিআই রাজশাহী জেলায় “মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ এবং সংশোধনের উপায়” সংশ্লিষ্ট বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপটি সঞ্চালন করেন, জনাব মোঃ মনিরুল ইসলাম, পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই রাজশাহী। ওয়ার্কশপে মূখ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইকবাল বাহার, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাম মোঃ সাইফুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফ আল্লাম, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী।
আজকের এই ওয়ার্কশপে মূখ্য আলোচক হিসেবে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় মামলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ ও সংশোধনে করণীয় সম্পর্কে তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনা করেন। এছাড়াও আলোচক হিসেবে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী মহোদয় মামলা তদন্ত, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিল সংক্রান্তে বাস্তবতার নিরিখে জ্ঞানগর্ভ আলোচনা করেন। ওয়ার্কশপের মূল প্রবন্ধ উপস্থাপক জনাব মারুফ আল্লাম, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ ও সংশোধনে করণীয় সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন।
তাঁদের এই দিক নির্দেশনা নিঃসন্দেহে পিবিআই’র প্রত্যেক তদন্তকারী কর্মকর্তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং পিবিআই’র তদন্তের মান বৃদ্ধিতেও সহায়ক হবে বলে কর্তৃপক্ষ মনে করেন। আজকের এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী হিসেবে পিবিআই রাজশাহী জেলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.