নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সংখ্যালঘুর জমি ৫০ বছর ধরে জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সুকুমার ছেলে সবুজ ওয়ারিশ সূত্রে গণেশপুর মৌজার ৫০ শতাংশ জমির মালিক হওয়ার পরও একই এলাকার মৃত মেনু সরদারের ছেলে মোঃ ফরেজ আলি ,মোঃ আরেজ আলি ও অছুর আলি'র ছেলে ভুট্টু বিরুদ্ধে জমি দখলের এই অভিযোগ উঠেছে।
৫০ বছর যাবত জমি ভোগদখলের পর এবিষয়ে গ্রামে মাতব্বরদের নিয়ে সালিশে বসলেও ভূমি দর্স্যু ফরেজ গংরা সংখ্যালঘুর জমি দখল করে চাষ করে যাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী সুবুজ বলেন, ২০,৬২, ৭২ সালের খতিয়ানমূলে উপজেলার শ্রীরামপুর গ্রামের গনেশপুর মৌজার ৫০ শতাংশ জমি মালিক আমরা।
মোঃ ফরেজ গংরা ৫০ বছর ধরে সেই জমি জোরপূর্বক দখল করছেন। আমরা সংখ্যালঘু হওয়ায় মোঃ ফরেজ গংরা বিরুদ্ধে কোন কিছু করতে পারছি না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমির কাগজপত্র দেখে তাদের জমিতে না যাওয়ার পরামর্শ দিলেও তারা তাতে কোন কর্ণপাত করে নাই।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ ফরেজ কাছে জমির বৈধতা কাগজপত্র কথা জানতে চাইলে, কৌশলে সটকে পড়েন।
এ বিষয়ে ভুক্তভোগী সবুজ থানাসহ বিভিন্ন প্রশাসন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুব্যবস্থা পায়নি এমনটা তিনি জানান ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.