প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ৮:৫০ পি.এম
মান্দায় বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দায় রাতারাতি অনুমোদন দেওয়া ৮ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮) বিকাল ৫ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক সহসভাপতি আফাজ উদ্দিন মোল্লা, বিএনপিনেতা রফিকুল ইসলাম, নুর বকস ম-ল, মোজাম্মেল হক, সাইদুর রহমান মোল্লা, ফজলুল বারী সাফি, ডা. রইছ উদ্দিন, জেএম নাজিম উদ্দিন ও প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত পাঁচ বছরেও উপজেলার ভারশোঁ, ভালাইন, পরানপুর, কুসুম্বা, তেঁতুলিয়া, নুরুল্লাবাদ, কাঁশোপাড়া ও কশব ইউনিয়নে কোনো সম্মেলন করা হয়নি। অথচ গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এসব ইউনিয়নে কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.