নওগাঁর মান্দায় হাবিবুর রহমান নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটকের পর মোটরসাইকেল যোগে থানায় নিয়ে আসার পথে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুইজন পু্লিশ আহত হয়েছেন। ঘটনাটি সোমবার সন্ধ্যায় উপজেলার বুড়িদহ এলাকায় ঘটে। এঘটনায় আহতরা হলেন, মান্দা থানার এএসআই তরিকুল ইসলাম এবং কনষ্টেবল আহত হন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আটককৃত হাবিবুর রহমান উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের সবেদ আলীর ছেলে। সে একজন সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন যাবৎ সে রাজশাহীতে আত্মগোপনে ছিলো। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার বিকেলে জোতবাজার থেকে আটক করা হয়। এরপর হ্যান্ডকাফসহ থানায় নিয়ে আসার পথে বুড়িদহ এলাকায় পৌঁছার পর চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। এসময় দুজন পুলিশ আহত হয়েছেন। আটককৃতের বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ রয়েছে। ইতোপূর্বে সে তার বাবা মাকে বিভিন্ন সময় মারপিট এবং খুন জখমের চেষ্টা করতো বলেও জানান তিনি।
অপরদিকে একইদিন রাতে উপজেলার কাঁঠালতলী এলাকার সাজাপ্রাপ্ত আসামী আরজ মাস্টারের ছেলে জাকারিয়া হোসেন সুমন এবং ওয়ারেন্টভূক্ত আসামী গোবিন্দপুর গ্রামের মৃত সৈয়দ আলী পিয়াদার ছেলে বেলাল পিয়াদা ও মদনচক গ্রামের বেলালের ছেলে জনিকেও আটক করা হয়।এরপর তাদের সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।