কুমিল্লায় মাদকের টাকা না দিতে পেরে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের এক স্বামী। পরে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে তিনজন। এ ঘটনায় ওই স্বামীসহ ৪ জনকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
গত বুধবার (১৭ এপ্রিল) জেলার বরুড়া উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ জানালে ৩ ধর্ষককে আটক করে বরুড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, বরুড়া উপজেলার শাকপুর এলাকার আব্দুল বারেক এর ছেলে মাদক কারবারি মোঃ নুরুল ইসলাম প্রকাশ নুরা (৩০), মৃত আবুল বাশার এর ছেলে
মনির হোসেন (২২) এবং মোঃ নুরুল আলম এর ছেলে মহিন উদ্দিন (৩৮)।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান আসামীদেরকে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীগন গণধর্ষণ এর কথা স্বীকার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।