ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা-জিন্নাহনগরের আঞ্চলিক সড়কের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে ট্রাক ড্রাইভার মনির হোসেনের বিরুদ্ধে।
উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জামতলা পাড়া গ্রামে সড়ক সংলগ্ন সওজের অধিগ্রহণকৃত জায়গা দখল করে প্রকাশ্যে পাকা ঘর নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে চরম হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নতুন স্থাপনা নির্মাণের ফলে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।এমন আইন থাকলেও জামতলা পাড়া গ্রামের ট্রাক ড্রাইভার মনির হোসেন নিজের ক্ষমতার দাপট দেখিয়ে আইনের তোয়াক্কা না করে সড়কের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামতলা পাড়া গ্রামে সড়ক ও জনপথের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থায়ী পাকা ঘর। শুধু সড়কের পাশে নয়, দখল হয়েছে মূল রাস্তার তিন ফুট পর্যন্ত। এতে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।নির্মাণকাজ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এ জন্য দুর্ঘটনার ঝুঁকি আছে। ইতিপূর্বে এই সড়কে দুর্ঘটনার শিকার হয়ে অনেকের প্রাণ গেছে।মনির হোসেন প্রভাবশালী হওয়ায় আমরা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছি না। বিষয়টি কাজিরবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে বলার পরেও কাজ বন্ধ হয়নি।
এ বিষয়ে মনির হোসেন বলেন,আমি অস্থায়ী ভাবে সিমেন্ট এর খুটি পুতে পাকা ঘর নির্মাণ করছি।মাপার পর যদি রাস্তায় চলে যায় তাহলে পরবর্তী তে ভেঙ্গে দিবো।
এই বিষয়ে কাজিরবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালাম কে মুঠোফোনে বিষয় টি অবগত করলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ফোন কেটে দেন।পরবর্তী তে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
সড়কের পাশ থেকে দ্রুত অবৈধ স্থাপনাটি ভেঙ্গে দিয়ে চলাচলের ঝুঁকি কমানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সচেতন মহল।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.