ভোলার লালমোহনে ভোলা জেলার মাধ্যমিক পর্যায়ের সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও লালমোহন আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মত বিনিমেষ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ভোলার টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বোরহানউদ্দিনের বি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, দৌলতখান খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হান্নান কবীর, চরফ্যাশনের কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ শাহে আলম শিমুল, ডাওরিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুল্লাহ, কালিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুনীল কুমার।
সভায় ভোলা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকগণ অষ্টম গ্রেডে বেতন পাচ্ছে। এতে আমাদের কোন আপত্তি নেই। সহকারী প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের একাডেমিক সমস্ত কাজ করেন এবং স্কুল পরিচালনা করেন। তাই সহকারী প্রধান শিক্ষকদের কে অষ্টম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পরিণত করতে হবে। বক্তারা আরো বলেন ২০২৩ সালের ৮ই আগষ্ট হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন দাখিল করি। আমরাও ঐ রিড পিটিশন বাস্তবায়নের জন্য ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকরা আইনি লড়াই করব ইনশাআল্লাহ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.