পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ উপশহর একতা ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ শে রমাজান ভবানীগঞ্জ উপশহর একতা ক্লাবের উদ্যোগে গ্রামের স্থানীয় বাসিন্দা ও দাওয়াতি মেহমানসহ এক হাজার অধিক মানুষ নিয়ে আয়োজনে,ক্লাব ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, চাঁনপাড়া উপশহর একতা ক্লাবের সভাপতিঃ মোঃ আবু মুসা মিঠু মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সান্টু, মোঃ সাজেদুর, মোঃ আকাশ, মোঃ সামিম
মোঃ সোহেল,মোঃ রেজাউল, মোঃ জাইদুল, মোঃ আমিনুল, মোঃ জাহিদ, মোঃ কাউসার
মোঃ জামিরুল, মোঃ গোলাম,মোঃ হোসেন,মোঃ কালাম,মোঃ জাবেদ, মোঃ ইমরান,শহিদুল সহ আরও অনেকে।
একতা ক্লাব একটি সামাজিক ক্লাব তরুণদের নিয়ে ক্লাব গঠিত।