বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চলতি মাসের প্রথম ২০ দিনে অন্তত ১৪ হাজার কোটি টাকা দেশে এসেছে। আগের মাসে একই সময়ে দেশে এসেছিল ১২ হাজার কোটি টাকার কাছাকাছি।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে বিপুল পরিমাণ টাকা পাঠাচ্ছেন। ব্যাংক রেট ভালো থাকায় প্রবাসীরা হুন্ডির পরিবর্তে ব্যাংকে টাকা পাঠাতে উৎসাহী হয়েছেন। ব্যাংকিং চ্যানেল টাকা আসার ফলে দেশের বৈদেশিক মুদ্রায় ইতিবাচক প্রভাব পড়বে।
সম্প্রতি ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুনর্নির্ধারণ করেছে সরকার। টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে আগে প্রতি ডলারের বিপরীতে ব্যাংক রেট ১১০ টাকা থাকলেও তা বেড়ে ১১৭ টাকা হয়েছে।
এর বাইরে রেমিট্যান্সে প্রণোদনার ফলে হুন্ডিতে পাঠালে প্রবাসীরা যে টাকা পেতেন তা ব্যাংক থেকেই পাচ্ছেন। এতে ঝুঁকি নিয়ে হুন্ডিতে টাকা না পাঠিয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে শুরু করেছেন, যার প্রভাবও পড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, আগের চেয়ে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এটি টাকার অবমূল্যায়নের ফল।
গত বছরের জুলাই থেকে গত মাসের শেষদিন পর্যন্ত প্রবাসীরা দেশে ১ হাজার ৯১১ কোটি ৭৩ লাখ ডলার প্রেরণ করেছেন। এর মধ্যে ঢাকায় এসেছে ৬৬২ কোটি ৪৫ লাখ ডলার। চট্টগ্রামে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়া কুমিল্লায় ১০১ কোটি ৯০ লাখ ডলার, নোয়াখালীতে ৬০ কোটি ২০ লাখ ডলার, ফেনীতে ৪৮ কোটি ৪৬ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ কোটি ২৫ লাখ ডলার এবং চাঁদপুরে ৪৫ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.