নাটোর প্রতিনিধি : অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির দায়ে নাটোর শহরের নীচাবাজারে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এ জরিমানা করেন।
অতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে এ জমিানা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, ক্যাব সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সেনাবাহীনির সদস্যসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক বাজারে পণ্য সরবরাহ কী পরিমাণ আছে তা তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা পণ্যের দাম ইচ্ছে মতো ১০/২০ টাকা বাড়িয়ে বিক্রি করছে। এমন যাতে করতে না পারে সে জন্য প্রতিদিন বাজার তদারকি করা হবে।’
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.