কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত বিদ্যাপীঠ বাকশীমূল উচ্চ বিদ্যালয়,বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রসা ও বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার ও থানার ওসি আজিজুল হক। পরিদর্শন শেষে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা লায়লা নূর এর বাড়িতে তাকে দেখতে যান।
(৩০ সেপ্টেম্বর ২০২৪) সোমবার দুপুরে বাকশীমূল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামাল হোসেন,প্রাক্তন শিক্ষিকা লায়লা নূর,বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম ও বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ মিয়া,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এনামুলক সবুজ,বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রহিম খান লিটন,বাকশীমুল ৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া,বাকশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামাল হোসেন,বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ তোফায়েল আহমেদ, দাতা সদস্য মোঃ সুবল সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার অত্র বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রাক্তন শিক্ষিকা লায়লা নূর এর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন বলে জানান লায়লা নূরের বড় ছেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এনামুলক সবুজ।এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার ও বুড়িচং থানার ওসি আজিজুল হককে ফুলের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।