নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর(৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তার কাছ থেকে ভারতীয় তৈরি নিষিদ্ধ ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেলানগরস্হ নগর প্যালেস আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনাকালে মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর নামে এক মাদক কারবারিকে ২৪ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, সম্ভবত সে মাদকগুলো নরসিংদী ও আশপাশের জেলায় বিক্রি করতে নিয়ে এসেছিলো। পরে পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন বলেও তিনি জানান।